নড়াইল প্রতিনিধি:
নড়াইলে শিশুশ্রম নিরসনের লক্ষ্যে নড়াইল জেলা শিশু শ্রম পরিবীক্ষণ কমিটির সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নড়াইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহান। সেমিনারে জাতীয় শিশুশ্রম নিরসন নীতি, বাংলদেশ শ্রম আইন ও শ্রম বিধিমালার আলোকে নড়াইলে শিশু শ্রম কমানোর বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা হয়। এ সময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস। সঞ্চালনা করেন বিভাগীয় শ্রম অধিদপ্তর খুলনার পরিচালক মোঃ মনিরুল ইসলাম। শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক মাহাবুব আলমসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ । জেলা প্রশাসন ও বিভাগীয় শ্রম অধিদপ্তর, খুলনা যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।
পূর্ববর্তী পোস্ট