নড়াইল প্রতিনিধিঃ
শিক্ষক সমাজের অধিকার আদায়ের লক্ষ্যে ৫ দফা দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন। শনিবার (১১ অক্টোবর) দুপুরে নড়াইল পুরাতন বাস টার্মিনালে মানববন্ধন শেষে একটি মিছিল শুরু হয়ে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
সংগঠনের পক্ষ থেকে শিক্ষক সমাজের বিভিন্ন বঞ্চনা ও অধিকারের বিষয়গুলো তুলে ধরা হয় এবং অবিলম্বে ৫ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বিশেষ করে নন–এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির দাবিটি জোরালোভাবে উত্থাপন করা হয়। বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, নড়াইল জেলা শাখার পক্ষ থেকে নিম্নোক্ত দাবিগুলো তুলে ধরা হয়।
বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর হলেও তারা দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। বিশেষ করে নন–এমপিও শিক্ষক–কর্মচারীরা নামমাত্র বেতনে মানবেতর জীবনযাপন করছেন, যা শিক্ষার গুণগত মানোন্নয়নের পথে অন্যতম বাধা। এ সময় শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন মো: আকিদুল ইসলাম,কে এম হাসমত উল্লাহ,মো: সিরাজুল ইসলাম,মো: হাবিবুর রহমান,মো: রজিবুল ইসলাম,অধ্যক্ষ নাসির উদ্দিন প্রমুখ।
মিছিল ও সমাবেশে জেলার বিভিন্ন এমপিওভুক্ত ও নন–এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষক–কর্মচারী অংশগ্রহণ করেন। তারা সরকারের পক্ষ থেকে দ্রুত ও ইতিবাচক সাড়া পাওয়ার আশা ব্যক্ত করেন।