নড়াইল প্রতিনিধি:
নড়াইলে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে নড়াইল জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান রহমানসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ । আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবনের ওপর আলোকপাত করেন। তারা বলেন, আধুনিক বাংলাদেশের রূপকার হিসেবে জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয়। বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন এবং দেশের উন্নয়নে তার নেওয়া পদক্ষেপগুলো আজও মানুষের হৃদয়ে অম্লান।
বক্তব্য শেষে শহীদ জিয়ার আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
