নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলার ঘাঘা-কোটাকোল অংশে নবগঙ্গা-মধুমতী প্রকল্পের আওতায় বেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনার বিরুদ্ধে সাধারণ মানুষ বিক্ষোভ জানিয়েছে। “কৃষক, বসতবাড়ি, কৃষিজমি, খেলার মাঠসহ গ্রাম বাঁচাও” এই স্লোগানকে সামনে রেখে বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের আদালত সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন এলাকার শতাধিক নারী-পুরুষ। তারা সরকারের কাছে প্রকল্প বাতিলের জোর দাবি জানান। এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন বি এম ফরিদুজ্জামান, কে এম মিঠু, বি এম আবুল কালাম, মোহাম্মদ নসরুল্লাহ প্রমুখ।
বক্তার বলেন, “ কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার নীলনকশা অনুযায়ী এই বেড়িবাঁধ নির্মাণ হলে শত শত পরিবার ক্ষতির মুখে পড়বে। ইতোমধ্যেই নদীভাঙনে অনেক মানুষ নিঃস্ব হয়েছে। যে সামান্য জমি-বাড়িঘর বাকি আছে, সেটুকুও হারিয়ে যাবে।”
বক্তারা আরও জানান, পানি উন্নয়ন বোর্ড ইতোমধ্যে নদীভাঙন প্রতিরোধে কার্যকর উদ্যোগ নিয়েছে এবং তা সফল হয়েছে। ফলে নতুন করে বেড়িবাঁধ নির্মাণের প্রয়োজন নেই। বরং এটি কৃষিজমি, বসতবাড়ি, খেলার মাঠ ও গ্রামীণ অবকাঠামো ধ্বংস করে মানুষের জীবিকা ও জীবনযাত্রাকে হুমকির মুখে ফেলবে।
মানববন্ধন শেষে ঘাঘা-কোটাকোল গ্রামের সাধারণ মানুষের পক্ষ থেকে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এতে অবিলম্বে প্রকল্পটি বাতিল করে বিকল্প সমাধান খোঁজার দাবি জানানো হয়।
এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের ন্যায্য দাবি মেনে না নিলে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।