নড়াইল প্রতিনিধি:
নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুরে সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাকডাঙ্গা মাদ্রাসা মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভদ্রবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি নূর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতন্ত্র ও স্বাধিকার আন্দোলনের এক আপোসহীন প্রতীক। তিনি এ দেশের মাটি ও মানুষকে কতটা ভালোবাসতেন, তার শেষ দিনগুলোর সিদ্ধান্তে প্রমাণিত হয়েছে। তিনি বারবার বলেছিলেন বিদেশে আমার কোনো ঠিকানা নেই, মরলে এ দেশের মাটিতেই মরবো। তার এই ত্যাগ ও সাহস আগামী দিনের রাজনৈতিক কর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।“
আলোচনা সভায় বক্তারা অভিযোগ করে বলেন, তৎকালীন সরকার বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার পথে বারবার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এবং বিদেশে পাঠানোর বিষয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত ছিল। কিন্তু তিনি সকল রক্তচক্ষু উপেক্ষা করে দেশপ্রেমের টানে দেশেই শেষ নিঃশ্বাস ত্যাগ করার সিদ্ধান্তে অটল ছিলেন। তার এই প্রস্থান দেশের রাজনীতির ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা ও জজ কোটের পিপি এস এম আব্দুল হক,সদর থানা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, বিএনপি নেতা শাহরিয়ার রিজভী জজ এবং আবুল হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ। এসময় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
