নড়াইল প্রতিানিধিঃ
“জলাতঙ্ক নির্মূলে,কাজ করি সবাই মিলে”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ২৮ সেপ্টেম্বর (রবিবার)দুপুরে জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্ত্বরে একটি র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালি শেষে পোশা প্রাণীদের জলাতঙ্ক টিকা প্রদান করা হয়। পরে প্রাণী সম্পদ কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.দেবাশীষ কুমার কুন্ডুর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে স্লাইড এর মাধ্যমে জলাতঙ্ক রোগের কারন,লক্ষণ ও প্রতিকার বিষযে উপস্থাপন করা হয়। এসময় বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা রাশেদুল হক, জেলা কৃষি সম্প্রসারন বিভাগের উপ–পরিচালক মো.আরিফুর রহমান,জেলা মৎস কর্মকর্তা মো.মাহাবুবুর রহমান,ভ্যাটিনারী কর্মকর্তা ডা.বিনয় কৃষ্ণ মন্ডল,ডা.তরিকুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তরা বলেন ,মরণঘাতী জলাতঙ্ক বহু পুরোনো সংক্রামক রোগ। এই রোগের লক্ষণ দেখা দিলে মৃত্যু অনিবার্য। তবে সময়মতো সঠিক ব্যবস্থা তথা টিকা গ্রহণ করলে এ রোগ শতভাগ প্রতিরোধযোগ্য। কুকুর, বিড়াল, বানর, বেজি ও শিয়ালের কামড় বা আঁচড় দিলে সঙ্গে সঙ্গে ক্ষারযুক্ত সাবান পানি দিয়ে আক্রান্ত স্থান কমপক্ষে ১৫ মিনিট ধুয়ে নিতে হবে। সঙ্গে যথাসময়ে জলাতঙ্ক প্রতিরোধী টিকা নিলে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। #