হোম খুলনানড়াইল নড়াইলে বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মধ্যে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ

নড়াইলে বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মধ্যে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ

কর্তৃক Editor
০ মন্তব্য 60 ভিউজ
নড়াইল প্রতিনিধি:
নড়াইলে চলতি অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৫,৮৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।বুধবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বিনামূল্যে এ রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়। নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক কৃষিবিদ মুহাম্মদ আরিফুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দেবাশীষ কুমার কুন্ডুসহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ।সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান জানান, ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় গম, সরিষা, সূর্য্যমূখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদরের ১টি পৌরসভা ও ১৩ টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক ৫ হাজার ৮শ’ ৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্যোগ নেয় জেলা কৃষি বিভাগ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন