নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের সকল বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সরঞ্জাম বিতরণ করা হয়েছে। পিবিএম টাইগার ক্লাব’র পক্ষ থেকে বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তুলারাপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ক্রীড়া সরঞ্জাম বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন পিবিএম টাইগার ক্লাব’র সভাপতি সাংবাদিক হুমায়ুন কবীর রিন্টু। প্রধান অতিথি হিসেবে ক্রীড়া সরঞ্জাম বিতরণ করেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ’র সাবেক চেয়ারম্যান আলহাজ্জ্ব মোঃ মনিরুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ শিহাবুর রহমান শিহাব, জেলা ওলামা দল’র আহবায়ক মাওলানা তৈয়্যেবুর রহমান, তুলারামপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইউছুফ আলী, সাধারণ সম্পাদক ইউনুছ হোসেন,তুলারামপুর আশার আলো মহাবিদ্যালয়ের অধ্যক্ষ লিয়াকত আলী, তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ মন্ডল, কলেজ শিক্ষক রজিবুল ইসলাম, বামনহাট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক অঙ্গত বিশ্বাস,ক্রীড়া সংগঠক নাসিম মোল্যা প্রমুখ। অনুষ্ঠানে তুলারামপুর ইউনিয়নের সকল মাধ্যমিক বিদ্যালয়,কলেজ ও মাদরাসায় ক্রীড়া সরঞ্জামবিতরণ করা হয়।