হোম খুলনানড়াইল নড়াইলে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নড়াইলে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

কর্তৃক Editor
০ মন্তব্য 13 ভিউজ

​নড়াইল প্রতিনিধি:
‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস অনুষ্ঠিত হয়েছে । ২২ অক্টোবর (বুধবার) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে নড়াইলে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি আবার একই স্থানে এসে শেষ হয়। এসময় অংশগ্রহণকারীরা নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য সচেতনতামূলক বিভিন্ন স্লোগান দেন এবং প্ল্যাকার্ড বহন করেন।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নড়াইল সার্কেলের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এই র‌্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্ক) লিংকন বিশ্বাস,সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম,বিআরটিএ ইন্সপেক্টর ফরহাদ হোসেন,হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলী পিপিএম ,নায়েক মো: আলাউদ্দিন আহম্মেদ প্রমুখ।

এছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, পরিবহন শ্রমিক এবং সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

​বিআরটিএ নড়াইল সার্কেলের পক্ষ থেকে জানানো হয়, সড়ক দুর্ঘটনা হ্রাস এবং সড়ক নিরাপত্তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। র‍্যালিতে মানসম্মত হেলমেট পরিধানের গুরুত্ব এবং সড়কে নিরাপদ গতি বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়। সবশেষে সড়ক বিভাগের আয়োজনে হেলমেট বিতারণের মধ্যদিয়ে অনুষ।ঠান শেষ হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন