হোম খুলনানড়াইল নড়াইলে নগর বিএনপির সভাপতি খন্দকার ফসিয়ার রহমানের ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নড়াইলে নগর বিএনপির সভাপতি খন্দকার ফসিয়ার রহমানের ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কর্তৃক Editor
০ মন্তব্য 38 ভিউজ

​ নড়াইল প্রতিনিধি 

তীব্র এই শীতে অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াতে নড়াইল নগর বিএনপির সভাপতি খন্দকার ফসিয়ার রহমানএর ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে নড়াইল সদর উপজেলা মুক্তিযোদ্ধা  ভবনের নিচতলায় তার ব্যাক্তি অফিসের সামনে থেকে ২০০ জন দরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে এই কম্বল বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণকালে খন্দকার ফসিয়ার রহমান বলেন, “বিএনপি সবসময় সাধারণ মানুষের সুখেদুখে পাশে থাকে এবং আগামীতেও থাকবে। 

প্রচণ্ড এই শীতে সমাজের অসহায় মানুষগুলো অনেক কষ্টে দিন কাটাচ্ছে। আমার এই ক্ষুদ্র প্রয়াস তাদের কষ্ট কিছুটা লাঘব করবে বলে আশা করি। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। এসময় তিনি উপস্থিত সকলের কাছে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত  কামনা করে দোয় চান।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শীতের মাঝে নতুন কম্বল হাতে পেয়ে উপস্থিত দুস্থ মানুষেরা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন