নড়াইল অফিস :
নড়াইলে দুস্থ শীতার্থদের পাশে দাঁড়ালো পুনাক ও জেলা পুলিশ। শীত নিবারণে হতদরিদ্রদের দেয়া হলো কম্বল। জেলা পুলিশ ও পুনাক’র পক্ষ থেকে আজ রাতে এ কম্বল বিতরণ করা হয়।
নড়াইল শহরের কুড়িগ্রাম জমিদারবাড়ি মন্দির এলাকা ও শহরতলীর গোবরা জেলে পাড়ায় এ কম্বল বিতরণ করা হয়। পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পুলিশ সুপার সহধর্মিনী ও পুনাক সভানেত্রী রুনু দে শীত পীড়িতদের হাতে এ সব কম্বল তুলে দেন।
কনকনে শীতে পুলিশের দেয়া কম্বল স্বস্তি এনে দেয় সমাজের সুবিধা বঞ্চিতদের মাঝে। এ দিন শীতার্তদের মাঝে দুইশো কম্বল বিতরণ করা হয়।
এ সময় অতিরিক্তি পুলিশ সুপার হেড কোর্য়াটার এস এম কামরুজ্জমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তানজিলা সিদ্দীকাসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগন বৃন্দ উপস্থিত ছিলেন।