হোম খুলনানড়াইল নড়াইলে দুই মোটরসাইকেল ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে স্কুল ছাত্র নিহত,আহত ৬

নড়াইলে দুই মোটরসাইকেল ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে স্কুল ছাত্র নিহত,আহত ৬

কর্তৃক Editor
০ মন্তব্য 37 ভিউজ

নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে দুই মোটরসাইকেল ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে স্কুল ছাত্র নিহত,আহত ৬ । মঙ্গলবার(১৯ আগষ্ট)দুপুরে নড়াইল-খুলনা জেলা সড়কের মুচিদাহ মোড়ে এই দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অপুবিশ^াস(১৮)নামের এক মোটরসাইকেল আরোহী মারা যায়। এসময় ভ্যানচালক ও ২ আরোহী সহ ৬ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত দুই মোটর সাইকেল চালক সাকিব(২০),নারায়ন(২৮) ও অপর আরোহী সুকদেব (৫০) কে উন্নত চিকিৎসার জন্য খুলনা ও যশোর পাঠানো হয়েছে। ভ্যানচালক ও দুই যাত্রী কে ঘটনাস্থল থেকেই খুলনায় চিকিৎসার জন্য নিয়ে যায় স্বজনেরা। নিহত অপু বিশ^াস গোবরা পার্বতী বিদ্যাপীঠের দশম শ্রেনীর ছাত্র। সে গোবরা গ্রামের নাতু বিশ্বাসের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে,সাকিব ও অপু দুই বন্ধু নড়াইল থেকে সিকির হাট এর দিকে যাচ্ছিল। অন্যদিকে খুলনার ফুলতলা থেকে যাত্রী নিয়ে নড়াইলের দিকে ফিরছিলো ভাড়ায় মোটর সাইকেল চালক নারায়ন বিশ^াস। মির্জাপুর বাজার পেরিয়ে সোনাডাঙ্গা মোড়ে বেপরোয়া গতির মোটর সাইকেল অপুর মোটর সাইকেল ভ্যানের উপর আছড়ে পড়ে। এতে ঘটনা স্থলেই মারা যায় অপু বিশ্বাস। আহত আরো দুজনের অবস্থা আশংকাজনক।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, দুই মোটরসাইকেল ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে স্কুল ছাত্র নিহত হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন