হোম খুলনানড়াইল নড়াইলে ডিবি পুলিশের নামে অপহরণ নাটক, চারজন কারাগারে

নড়াইলে ডিবি পুলিশের নামে অপহরণ নাটক, চারজন কারাগারে

কর্তৃক Editor
০ মন্তব্য 49 ভিউজ

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে ডিবি পরিচয়ে তুলে নেয়া নাটকে ফেঁসে গিয়ে একই পরিবারের ৪ জন কারাগারে। শনিবার ( ৬ সেপ্টেম্বর) বিকেলে এ নাটকের কুশীলবদের জেল হাজতে প্রেরণ করা হয়। তারা হলেন নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের তপনভাগ গ্রামের ইব্রাহিম মোল্যা,তার স্ত্রী ইরানী খাতুন, ইব্রাহিমের ভাই রুহুল আমিন ও চাচা রমজান আলী সহ ৪জন।

এ ঘটনায় শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সদর থানা ওসির কক্ষে সাংবাদিকদের এসব বিষয়ে তথ্য প্রদান করা হয়।

নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলামের দেয়া তথ্য জানা যায়,গত ২ সেপ্টেম্বর নড়াইল সদরের শেখহাটি ইউপি র তপনভাগ গ্রামের ইব্রাহিম মোল্যা(৩৮) কে ৩ জন ব্যক্তি ডিবি পরিচয়ে তুলে নিয়ে গেছে এমন অভিযোগ করেন ইব্রাহিম মোল্যার স্ত্রী ইরানী খাতুন। অভিযোগকারী ইরানী খাতুন সদর থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন যে, তার স্বামী ইব্রাহিম মোল্যা (৩৮) ওই দিন রাত অনুমান ৩ টার সময় ৩ জন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার স্বামীকে তুলে নিয়ে যায়। তার স্বামীর সাথে একটি জলমহলের ভোগদখল নিয়ে পূর্বশত্রুতা ও হত্যা মামলা থাকায় প্রতিপক্ষ ষড়যন্ত্র মূলকভাবে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার স্বামীকে তুলে নিয়ে গেছে।
সাজানো এ ঘটনার পরে প্রতিপক্ষকে ঘায়েল করতে মানববন্ধন করাসহ প্রতিপক্ষের নামে মিথ্যা মামলা দায়ের ও জিডি করার জন্য বিভিন্নভাবে চাপপ্রয়োগ করে ইব্রাহিম মোল্যার পরিবার। ইব্রাহিমের স্ত্রী ইরানের আবেদনের প্রেক্ষিতে নড়াইল সদর থানায় একটি জিডি করা হয়। স্পর্শকাতর এ বিষয়টি নিয়ে নড়াইল জেলা পুলিশের সাইবার টিম ও সদর থানা পুলিশ একযোগে কাজ শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে ৫ সেপ্টেম্বর ভোররারে যশোর কোতয়ালী থানার বকচর বিহারী কলোনী থেকে ইব্রাহিম মোল্যা কে উদ্ধার করে। কথিত অপহৃত ভিকটিম ইব্রাহিম তার ভায়রাভাই ডালিম হোসেন এর বাড়িতে আত্নগোপন করেছিলেন।পুলিশের জিজ্ঞাসাবাদে কথিত ভিকটিম ইব্রাহিম মোল্যা স্বীকার করে,জলমহল নিয়ে বিরোধ থাকায় প্ররতিপক্ষকে শায়েস্তা করতে স্ত্রী ও পরিবারের লোকজনদের সাথে পরিকল্পনা করে স্বেচ্ছায় আত্মগোপনের নাটক সাজায়।

পরিকল্পিত এ অপহরন নাটকের সহযোগী স্ত্রী ইরানী খাতুনসহ জড়িত ইব্রাহিমের ভাই রুহুল আমিন ও চাচা রমজান আলীকে ৫ সেপ্টেম্বর নিজ নিজ বাড়ী হতে গ্রেফতার করে পুলিশ।

নড়াইল সদর থানা ওসি সাজেদুল ইসলাম জানান,মিথ্যা তথ্যে পুলিশের হয়রানী এবং প্রতিপক্ষকে ফাসানোর চেষ্টায় সদর থানা পুলিশের এসআই হায়াৎ মাহমুদ খাঁন বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন