নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে স্কাউট–গাইডদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত। ২৪ সেপ্টেম্বর(বুধবার)সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস এর সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, বিশেষ অতিথি ছিলেন লজিস্টিক গনযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক মিজ নাসিমা খাতুন। সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশিদ এর উপস্থাপনা কর্মশালায় নড়াইল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হক,সিনিয়র সহ-সভাপতি এড,আজিজুল ইসলাম,নড়াইর সরকালি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ জেলার ৩ উপজেলার স্কুল পর্যায়ের স্কাউট ও গালর্স গাউড উপস্থিত ছিলেন। জেলা তথ্য অফিসের আয়োজনে কর্মশালায় টাইফয়েট টিকাদান কর্মসূচী গতিশীল করতে নানা ধাপ ও প্রক্রিয়ার বিষয়ে বিশদভাবে উপস্থাপন করা হয়। আগামী ১২ অক্টোবর থেকে টায়ফয়েড টিকা কর্মসূচী শুরু হয়ে চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। জেলায় ৯ থেকে ১৪ বছর বয়সের মোট ২লক্ষ ১৪ হাজার শিশুকে এই টিকার আওতায় আনা হবে, স্কুল পর্যায়ে ১লক্ষ ৪২ হাজার শিক্ষার্থী এই টিকা পাবে।#