হোম খুলনানড়াইল নড়াইলে জেলা শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

নড়াইলে জেলা শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 63 ভিউজ

মোস্তফা কামাল:

নড়াইলে জেলা শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েচে। আজ ১৩ জানুয়ারি  মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নড়াইলের জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট . মোহাম্মদ আবদুল ছালাম।

শিল্প শ্রম খাতে সম্ভাব্য সংকট নিরসন, শ্রমিকদের অধিকার রক্ষা এবং কর্মপরিবেশ উন্নয়নের লক্ষ্য নিয়ে এই সভাটি আয়োজিত হয়। সভায় উপস্থিত বক্তারা জেলার বর্তমান শ্রম পরিস্থিতি পর্যালোচনা করেন এবং ভবিষ্যতে যেকোনো ধরনের শ্রম অসন্তোষ বা সংকট মোকাবিলায় আগাম পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।শ্রমিক মালিকপক্ষের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা।শ্রম আইনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা যেকোনো সংকটময় মুহূর্তে দ্রুত আলাপআলোচনার মাধ্যমে সমাধান খোঁজা।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে জেলা প্রশাসন, নড়াইল এবং কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (DIFE), যশোর। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিচালক মো: একরামুল হক, শ্রম পরিদর্শন আব্দুল রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শ্রম অধিদপ্তরের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন