নড়াইল প্রতিনিধি:
নড়াইলে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই ) সকাল সাড়ে নয়টায় নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে এই শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা সমাজ সেবা অধিদপ্তর ও জেলা মহিলা অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানটি দু‘টি পর্বে অনুষ্ঠিত হয়। এরমধ্যে প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত থেকে একমিনিট নিরাবতা পালন, শপথ গ্রহন,জাতীয় সংগীত ও জুলাই যোদ্ধাসহ সকল শহীদদের উদ্দেশ্যে দোয়া করা হয়। এবং দ্বিতীয় পর্বে সমাজগঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আকতার জাহান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস,অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান , মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মৌসুমী মজুমদার প্রমুখ।