হোম খুলনানড়াইল নড়াইলে “জুলাইয়ের মায়েরা” শীর্ষক অভিভাবক সমাবেশ ও  প্রামান্য চিত্র প্রদর্শনী

নড়াইলে “জুলাইয়ের মায়েরা” শীর্ষক অভিভাবক সমাবেশ ও  প্রামান্য চিত্র প্রদর্শনী

কর্তৃক Editor
০ মন্তব্য 34 ভিউজ

নড়াইল প্রতিনিধিঃ 

নড়াইলেজুলাইয়ের মায়েরা”-অভিভাবক সমাবেশ আলোচনা সভা   প্রামান্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২আগষ্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্টানের শুরুতে আগত জুলাই আহতদের তাদের পরিবারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এরপরজুলাইয়ের মায়েরাশীর্ষক প্রামান্য চিত্র প্রদর্শনী হয়,উপস্থিত সকলে জুলাইয়ের আন্দোলনে শহীদ সন্তানদের জন্য মায়েদের কষ্ট অনুভব করেন। এরপর আলোচনায় অংশ নেন জুলাই যোদ্ধাদের পরিবার। 

এসময় কথা বলেন,তারা মিয়া,শফিকুর রহমান,নূর ইসলাম শেখ,টিপু সুলতান সহ অন্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিঃজেলা প্রশাসক(সার্বিক) লিংকন বিশ্বাস,অতিঃ জেলা প্রশাসক(রাজস্ব)জুবায়ের আহম্মেদ,অতিঃ জেলা ম্যাজিষ্ট্রেট আরাফাত হোসেন,এডিসি(শিক্ষা) রাসেল মাহমুদ। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ গন্যমান্য ব্যক্তিবর্গ।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন