হোম অন্যান্যসারাদেশ নড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ এর শুভ উদ্বোধন

নড়াইল অফিস:

“নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিশ্বের সবচেয়ে পালিত হয়েছে।

বাংলাদেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা, প্রাণীজ আমিষের যোগান, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও বৈদেশিক মুদ্রা অর্জনের ধারাকে অব্যাহত রাখার প্রয়াসে প্রতি বছরের ন্যায় এবারও মৎস্য সপ্তাহ(২৪-৩০ জুলাই) উদযাপন উপলক্ষে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা মৎস্য দপ্তর নড়াইলের বাস্তবায়নে সকাল ৯টায় নড়াইল সদর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে নড়াইল সদর উপজেলা পরিষদ চত্বর থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত ব্যানার, ফেস্টুন ও পুলিশের বাদক দল সহযোগে র‌্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সমাপণীতে মৎস্যচাষী/ব্যক্তি/উদ্যোক্তা/প্রতিষ্ঠানকে সম্মানিত অতিথিবৃন্দ মৎস্য চাষে তাদের সফলতা ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার তুলে দেন।

এতে প্রধান অতিথি হিসেবে উক্ত মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন প্রমুখ।

সমাপণীতে মৎস্যচাষী/ব্যক্তি/উদ্যোক্তা/প্রতিষ্ঠানকে সম্মানিত অতিথিবৃন্দ মৎস্য চাষে তাদের সফলতা ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা এইচ. এম. বদরুজ্জামান । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু; পৌর মেয়র আঞ্জুমান আরা প্রমুখ ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন