নড়াইল প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), নড়াইল জেলা শাখার উদ্যোগে ১লা নভেম্বর শনিবার শহরের পালকী কমিউনিটি সেন্টার, এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপত্বি করেন এনসিপি নড়াইলের জেলা প্রধান সমন্বয়ক লে.ক.এম শাব্বির আহমেদ (অব🙂। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় জাতীয় যুব শক্তির যুগ্ম সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি, এ সময় আরো বক্তব্য দেন নড়াইল জেলা কমিটির সদস্য এড,ইমদাদুল হক,এস এম সাইফুজ্জামান,কালিয়া উপজেলা প্রধান সমন্বয়ক ওমর ফারুক,লোহাগড়া সমন্বয়ক সাজু আহম্মেদআহত জুলাই যুদ্ধা নুর মোহাম্মাদ প্রমুখ। এ সময় বক্তরা বলেন ,এক শ্রেণির লোক ক্ষমতার মোহে অন্ধ হয়ে এলাকার উন্নয়নের পরিবর্তে নিজের পকেট ভারী করার চিন্তায় লিপ্ত। দেশের সমস্যার সমাধানে সৎ, নীতিবান ও আদর্শ নেতার প্রয়োজন, যিনি জনগণের সেবায় নিজেকে শতভাগ উজাড় করে দেবেন।
এছাড়াও নতুন দল হিসেবে প্রচার ও পরিচিতির জন্য নড়াইলে এনসিপি‘র বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম সাংগঠনিক সফর, মতবিনিময় সভা এবং লিফলেট বিতরণ অনুষ্ঠিত আয়োজন করার কথা বলা হয়েছে। সভায় স্থানীয় নেতা–কর্মী ও সুধীজন অংশগ্রহণ করেন।
