নড়াইল প্রতিনিধি:
চাকুরিতে ১৪তম গ্রেড ও ‘টেকনিক্যাল পদমর্যাদা’ দেওয়াসহ ছয় দফা দাবিতে নড়াইলে অবস্থান কর্মসূচি করেছে স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার ৮ জুলাই দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন নড়াইল জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। এতে জেলার প্রতিটি ইউনিয়নে কর্মরত স্বাস্থ্য সহকারীরা অংশ নেয়৷
তাঁরা দীর্ঘদিন ধরে পেশাগত বৈষম্যের শিকার হয়ে আসছেন জানিয়ে ছয়টি দাবি উত্থাপন করেন। তাঁদের দাবিগুলো হলো— নির্বাহী আদেশে তাঁদের নিয়োগ বিধি সংশোধনের মাধ্যমে শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান করে ১৪তম গ্রেড প্রদান করা। ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদাসহ বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ। পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ। এছাড়া স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকগণ পূর্বের নিয়োগবিধি দ্বারা নিয়োগপ্রাপ্ত হলেও সকলকেই প্রশিক্ষণবিহীন স্নাতক পাশ স্কেলে অন্তর্ভুক্ত করতে হবে। বেতন স্কেল উন্নীতকরণের পূর্বে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকগণ যত সংখ্যক টাইম স্কেল ও উচ্চতর স্কেল প্রাপ্ত হয়েছেন, তা উন্নীত করে পুনঃনির্ধারিত বেতন স্কেলের সাথে যোগ করতে হবে। পূর্বে ইনসার্ভিস ডিপ্লোমা (এস.আই.টি) কোর্স সম্পন্নকারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকগণ ডিপ্লোমাধারী হিসেবে গণ্য করা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন নড়াইল জেলা শাখার সভাপিত আমিনুর রহমান, সাধারন সম্পাদক আনিচুর রহমান শরীফ, সাংগঠনিক সম্পাদক রওশন আরা, সদর উপজেলা শাখার সহ-সভাপিত মুর্শিদা আক্তার, সদর উপেজলার সাংগঠিনক সম্পাদক সুজিত কুমার বিশ্বাস প্রমূখ।