নড়াইল প্রতিনিধি :
নড়াইলের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান ‘চিলড্রেন ভয়েস স্কুল’-এর ১০ বছর পূর্তি উপলক্ষে আজ ১৪ জানুয়ারি (বুধবার) স্কুল প্রাঙ্গণে এক বর্ণাঢ্য পিঠা মেলার আয়োজন করা হয়েছে। সকার সাড়ে ১০টা থেকে শুরু হযে বিকেল পযর্ন্ত চলে এই উৎসব।
মেলায় স্থান পেয়েছে গ্রাম–বাংলার চিরায়ত সব পিঠা, যার মধ্যে রয়েছে— ভাপা পিঠা, চিতই পিঠা, দুধে ভেজানো পুলি, পাটিসাপটা, নকশী পিঠা, মালপোয়া, মুগ পাকন ও লবঙ্গ লতিকাসহ হরেক রকমের মুখরোচক পিঠা। শীতের সকালে এমন দেশীয় আমেজ তৈরি করতে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরাও ব্যাপক উৎসাহ নিয়ে মেলায় অংশগ্রহণ করেছেন।
চিলড্রেন ভয়েস স্কুলের পরিচালক সৈয়দ নাজমুল সাকিব জানান,সকাল থেকে শুরু হওয়া এই উৎসব চলবে বিকেল পর্যন্ত। নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। উৎসবে সকল শিক্ষার্থী, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকায় আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন।
