নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলায় বিছালী ইউনিয়নে গনঅধিকার পরিষদের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩নডিসেম্বর সন্ধ্যায় উপজেলার ইউনিয়নের বিছালী তিন দোকান মোড় এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গণঅধিকার পরিষদ মনোনীত নড়াইল-১ আসনের প্রার্থী আশিকুর রহমানের পক্ষে দলীয় নেতা-কর্মীরা সভাটি করেন এসময় ওই এলাকার অসহায় দুটি পরিবারকে আর্থিক সহায়তা করেন ।
সভায় সদর উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক ইছহাক গাজীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রার্থীর বাবা রবিউল ইসলাম, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইমাম হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মিলন, জেলা শ্রমিক অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আহাদ হোসেন, প্রবীণ সাংবাদিক এইচ.এম সিরাজ, সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মাজিদুল ইসলাম, সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্র আধিকার পরিষদের সদস্য সচিব মিনহাজুল ইসলাম।
বক্তারা উপস্থিত জনগণকে বিভিন্ন আশ্বাস দেন এবং নড়াইল-১ আসনে আশিকুর রহমানের ট্রাক প্রতীকের পক্ষে সমর্থন কামনা করেন। তাঁরা বলেন, আশিকুর রহমানকে ট্রাক মার্কায় ভোট দিয়ে সংসদে নিতে পারলে নড়াইল-১ আসন হবে একটি উন্নত, সমৃদ্ধশীল ও মডেল এলাকা।
