হোম খুলনানড়াইল নড়াইলে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল

নড়াইলে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল

কর্তৃক Editor
০ মন্তব্য 57 ভিউজ

নড়াইল প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে নড়াইলে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জেলা বিএনপির আয়োজনে জেলা কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়। সকালে পবিত্র কুরআন খতম শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মনিরুল ইসলাম,অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সাধারণ সম্পাদক শাহরিয়ার রিজভী জজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: আরিফুজ্জামান মিলনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। তাঁর মৃত্যুতে দেশের এক অপূরণীয় ক্ষতি হলো। মোনাজাতে মরহুমার রুহের মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন