নড়াইল অফিস :
নড়াইলে নতুন জাতের কাশ্মীরি আপেল কুল চাষে সাফল্য পেয়েছেন সাংবাদিক জামী । ২ বছর আগে সংবাদপত্র ও ইউটিউব এর মাধ্যমে তিনি কাশ্মীরি আপেল কুলের সন্ধান পান এরপরে লোক মারফত ভারত থেকে চারা সংগ্রহ করে নড়াইল শহরের পাশে বাশভিটায় “জিল্লু এন্ড জামী কম্বাইন্ড এগ্রো ফার্মের ভিতরে ১০ শতক জায়গার উপরে পরীক্ষামূলক ভাবে এই কাশ্মীরী আপেল কুল চাষ করেন ।
প্রথম বছরের ব্যাপক ফুলে ভরে যায় প্রতিটি গাছ এরপরে কুলের ভারে গাছের ডাল নূয়ে পড়ে । গাছের এই অধিক ফলন দেখে আশেপাশের অনেক কৃষকই দেখতে আসেন । কুলের অধিক ফলন এবং পাকার পর এতো সুস্বাদু কুল আগে অনেকে খায় নাই বলে মন্তব্য করেন । সাংবাদিক মোঃ জিয়াউর রহমান জামী তিনি বিজয় টিভি নড়াইল জেলা প্রতিনিধি এবং জেলা সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক ।
তিনি বলেন, কুলের যা সাইজ তাতে বিশ পঁচিশটা কুলেই ১ কেজি হেয় যায় এবং এর দামও ভালো পাওয়া যায় । গত বছর প্রায় লক্ষাধিক টাকার বিক্রি হয়েছে । এবার আরও বেশি আয় হবে বলে আশা করেন । কাশ্মীরী আপেল কুলের অভাবনীয় ফলন দেখে অনেকেই এই কুল চাষে আগ্রহী হয়ে উঠেছেন এবং তারা কুলের চারা চেয়েছেন এবার আবার চারা উৎপাদন করবেন এবং আরো জমিতে কুল চাষ করবেন । একদিকে চারা বিক্রি করবেন অন্যদিকে কুল বিক্রি করবেন তখন অধিক আয় হবে বলে আশা করেন ।
নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা শাকিল আহমেদ জানান, বাজারে বিভিন্ন ধরনের কুল রয়েছে । নতুন জাতের এই কুল খেতে সুস্বাদু হওয়ায় এর চাহিদা ভালো হবে । ইতিমধ্যে অনেক কৃষক কাশ্মীরি আপেল কুলের চাষ করার ইচ্ছা পোষণ করেছেন । কৃষকরা কৃষি বিভাগের পরামর্শ নিয়ে যৌথভাবে এই জাতের চাষ করেন তাহলে দেশের কৃষিতে নতুন দিগন্তের সূচনা হতে পারে।