হোম খুলনানড়াইল নড়াইলে ইসলামী ছাত্রশিবিরের ‘জুলাই দ্রোহ’ শীর্ষক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নড়াইলে ইসলামী ছাত্রশিবিরের ‘জুলাই দ্রোহ’ শীর্ষক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 90 ভিউজ
নড়াইল প্রতিনিধি:
জুলাই মাসে সংঘটিত  “জুলাই গণহত্যার বিচার ও জুলাই মাসকে সনদ ঘোষণার দাবিতে”, ও “জুলাই দ্রোহ” শিরোনামে বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ আগস্ট) সকালে ১০টার দিকে নড়াইল শহরের চৌরাস্তা থেকে এই ‘জুলাই দ্রোহ’ শিরোনামে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসটার্মিনাল মুক্ত মঞ্চে একটি সমাবেশ সভা অনুষ্ঠিত হয়।
‘জুলাই দ্রোহ’ শীর্ষক এ কর্মসূচিতে অংশ গ্রহণ কারীরা জানান জুলাই মাসে সংগঠিত ইতিহাসের নৃশংস হত্যাকাণ্ড গুলোর সঠিক তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানান।
এ সময় জেলা ছাত্রশিবির সভাপতি মোঃ সালাহউদ্দিন, সাবেক সভাপতি মোহাম্মদ খিয়াম উদ্দিন, সাধারণ সম্পাদক তাজ মোহাম্মদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা আরও বলেন ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা আমরা ফ্যাসিবাদকে হটিয়েছিলাম। কিন্তু আজ সেই রক্তের সঙ্গে ছিনিমিনি খেলছে সরকার। এক বছর পার হলেও জুলাই সনদ ঘোষনা করা হয় নি।আমরা সরকারকে বলতে চাই ৩৬ জুলাইয়ের আগেই  এই সনদ দিতে হবে। দাবি আদায় না হলে প্রয়োজনে আবারও রাজপথে রক্ত দেবো।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন