নড়াইল প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর “পীর সাহেব চরমোনাই” মনোনিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল–২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলামের সাথে নড়াইল জেলার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নড়াইল জেলা মডেল মসজিদ অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা খাইরুজ্জামান।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সহ–সভাপতি মাওলানা আইয়ুব হোসেন মিনা, ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা সেক্রেটারি ডা. এস এম নাসিরুদ্দিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা সভাপতি মুফতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মাওলানা নেওয়াজ মোরশেদ, সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মুহাম্মদ জহিরুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা সভাপতি মুহাম্মদ সাজ্জাদ হুসাইন, সহ–সভাপতি বি এম মোস্তাফিজুর রহমান সুমন, সাধারণ সম্পাদক মুহাম্মদ আসিফ মাহমুদ, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মদ রায়হান শেখ এবং সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।