হোম খুলনানড়াইল নড়াইলে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেটের যাত্রা শুরু

নড়াইলে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেটের যাত্রা শুরু

কর্তৃক Editor
০ মন্তব্য 46 ভিউজ

মোস্তফা কামাল:

নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে শুরু হয়েছে বিসিবিইয়ং টাইগার্স অনূর্ধ্ব১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের (২০২৫২৬) বিভাগীয় পর্যায়ের খেলা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার নড়াইল ভেন্যুর উদ্বোধন করা হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহযোগিতায় এবং নড়াইল জেলা ক্রীড়া সংস্থা এই টুর্নামেন্টের আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেলুন ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেন নড়াইলের জেলা প্রশাসক জেলা ক্রীড়া সংস্থার সভাপতি . মো. আবদুল ছালাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “তৃণমূল পর্যায় থেকে আগামীর দক্ষ ক্রিকেটার তৈরি করাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য। নড়াইল ক্রিকেটের উর্বর ভূমি। এখান থেকেই জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার মতো প্রতিভা বেরিয়ে আসবে বলে আমার বিশ্বাস। খেলোয়াড়দের কেবল ভালো খেললেই হবে না, নিয়মানুবর্তিতা সুশৃঙ্খল জীবন যাপনের মাধ্যমে প্রকৃত খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে হবে।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে মাঠের বিকল্প নেই। জেলা প্রশাসন নড়াইলের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে সব ধরণের সহযোগিতা অব্যাহত রাখবে।

আয়োজক সূত্রে জানা গেছে, খুলনা বিভাগের খেলাগুলো তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে। নড়াইল ভেন্যুতে অংশ নিচ্ছে তিনটি দলযশোর, চুয়াডাঙ্গা মেহেরপুর জেলা। ৫০ ওভারের লিগ ভিত্তিক এই ভেন্যুতে মোট ৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় যশোর মেহেরপুর জেলা দল। এই ভেন্যুর পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা চ্যাম্পিয়ন দলটি টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে, সদস্য সচীব উপজেলা নির্াহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, ক্রীড়া সংস্থা সদস্য মোঃআল আমিন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য,আশরাফুজ্জামান পিন্টু,হামিদুল হক তনু, যশোরের টিম ম্যানেজার সজিবুর রহমান,কোচ মোঃশামসুদ্দিন শাহাদী,মেহেরপুরের কোচ হাসানুজ্জামান হিলোন, ম্যানেজার আছাদুজ্জামান লিটন,বিসিবির সিলেক্টর মুফাচ্ছিনুল ইসলাম তপু,বিসিবির প্রতিনিধিগণ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় ক্রীড়া অনুরাগী গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় মেহেরপুর জেলাকে যশোর জেলা ৭৭ রানে পরাজিত করে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন