ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা হাট এবং বিনোকদিয়া হাটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ এর নেতৃত্বে এবং জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য ইন্সপেক্টর মোঃ বজলুর রশীদ খান ও জেলা পুলিশ প্রশাসনের একটি টিমের সার্বিক সহযোগিতায় পিয়াজের বাজারে অভিযানিক তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। ভোর ৬ টা থেকে বেলা ৯টা পর্যন্ত সরকার নির্ধারিত মূল্যে পিঁয়াজ ক্রয় বিক্রয়ে পিয়াজের বাজারে উক্ত তাদেরকি কার্যক্রম পরিচালিত হয়।