হোম জাতীয় নকল সোনার বার দিয়ে নারীর সঙ্গে প্রতারণা!

জাতীয় ডেস্ক :

যাত্রী সেজে আগে থেকেই ব্যাটারিচালিত অটোরিকশায় বসে ছিল প্রতারক। ওই অটোরিকশায় ওঠেন এক নারী। উদ্দেশ্য রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের রশোড়া বাজার থেকে রাজবাড়ী শহর। যাত্রা শুরুর পর ওই নারীর হাতে একটি সোনার বার দিয়ে কথার মাধ্যমে প্রলোভিত করে প্রতারক। লোভে পড়ে ওই নারী নিজের কানের দুল, সোনার চেইন ও নগদ টাকার বিনিময়ে সোনার বার নিয়ে নেন। পরে তিনি বুঝতে পারেন যে সোনার বারটি নকল।

এ ঘটনায় মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ করেছেন প্রতারণার শিকার নারী ময়না খাতুন (৩৫)। তিনি রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের রশোড়া গ্রামের শামীম মণ্ডলের স্ত্রী।

ময়না বেগম জানান, সোমবার (১৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে তিনি রশোড়া বাজার থেকে অটোরিকশায় ওঠেন রাজবাড়ী শহরে যাওয়ার জন্য। সে সময় অটোরিকশারয় অপরিচিত আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবক যাত্রী হিসেবে বসে ছিল। অটোরিকশাটি পণ্ডিতবাড়ি এলাকায় এলে ওই যুবক একটি ২২ ক্যারেট গোল্ড লেখা সোনার বার বের করে তার হাতে দেন। তখন ওই যুবক নিজের বোনের বিয়ের জন্য টাকার প্রয়োজন বলে তাকে জানান এবং দুঃখ-কষ্টের অনেক গল্প বলেন। যুবকের কথার ফাঁদে পড়ে তিনি নিজের কানের দুল, সোনার চেইন ও নগদ ১১ হাজার ৭০০ টাকা যুবকের হাতে তুলে দিয়ে স্বর্ণের বারটি নিয়ে নেন। পরে তিনি বুঝতে পারেন যে স্বর্ণের বারটি নকল এবং তিনি প্রতারণার শিকার হয়েছেন।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ শাহাদত হোসেন বলেন, প্রতারক চক্র টার্গেট করে নারীদের বিভিন্নভাবে প্রলোভিত করে এ ধরনের অপরাধ করে থাকে। ওই নারীকেও সোনার বারের লোভ দেখিয়ে তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। প্রতারণার শিকার নারী থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেব। এ ছাড়া যাত্রাপথে অপরিচিত কোনো ব্যক্তির কথায় প্রলোভিত না হয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান ওসি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন