দেবহাটা প্রতিনিধি:
দেবহাটায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলীর নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪ টায় ভূমিহীন অধ্যুষিত জনপদ কালাবাড়িয়া গ্রামবাসীর সার্বিক ব্যাবস্থাপনায় নির্বাচনী সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসেন সাহেব আলী।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভূমিহীন সংগ্রাম কমিটির সভাপতি আব্দুল আজিজ, কাঠমহল ভূমিহীন সংগ্রাম কমিটির সভাপতি মাহতাব মোড়ল, উপজেলা যুবলীগের অন্যতম সদস্য সাব্বির আহম্মেদ, উপজেলা যুবলীগের সহ সম্পাদক আসাদুজ্জামান সুমন, ইউনিয়ন যুবলীগের সভাপতি বাবু সুধান চন্দ্র বর, সাধারণ সম্পাদক আশরাফুল মোড়ল, সাবেক ছাত্রনেতা সেলিম হোসেন, ছাত্রলীগের ফয়সাল হোসেন, আজমীর হোসেন, যুবনেতা ইসমাইল হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন ভূমিহীন নেতা আব্দুস সবুর।
s