হোম রাজনীতি নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব গ্রেপ্তার

রাজনীতি ডেস্ক:

নওগাঁয় নাশকতার মামলায় জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেনকে (পলাশ) গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে শহরের ব্রিজের মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নওগাঁ সদর থানার ওসি ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৯ অক্টোবর নওগাঁ শহরের তাজের মোড় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় করা মামলায় বায়েজিদ হোসেন এজাহারভুক্ত আসামি। এতদিন তিনি পলাতক ছিলেন। আজ বিকেল ৩টার দিকে তার অবস্থান জানতে পেরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে শহরের ব্রিজের মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

বিএনপির নেতাকর্মী সূত্রে জানা যায়, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম (টুকু) ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের নেতৃত্ব অবরোধের সমর্থনে বিএনপির নেতাকর্মীরা শহরের ব্রিজের মোড় থেকে একটি মিছিল বের করে। মিছিলটি ব্রিজের মোড় এলাকায় পুরাতন সোনালী ব্যাংক রোড এলাকায় পৌঁছালে পুলিশ মিছিল থেকে বায়েজিদ হোসেন পলাশকে গ্রেপ্তার করে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন