হোম আবহাওয়া বার্তা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিধিলি’, কীভাবে এলো নামটি?

আবহাওয়া ডেস্ক:

শীতের আগেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিধিলি’। বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। আগামীকাল শুক্রবার (১৬ নভেম্বর) থেকে ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড়বৃষ্টি হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

এই ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে মালদ্বীপ। শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়টি উপকূলীয় এলাকা, দ্বীপ এবং চরগুলোর ওপর দিয়ে বয়ে যেতে পারে। ফলে এসব এলাকায় ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (৮৯ মিলিমিটারের বেশি) বৃষ্টি হতে পারে। একইসাথে ঢাকাসহ সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়া অফিসের সতর্কবার্তায় বলা হয়েছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এমন পরিস্থিতিতে রাত ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে পূর্ব অথবা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন