বাণিজ্য ডেস্ক :
ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের পরপরই ধসে পড়ে বৈশ্বিক পুঁজিবাজার। এর হাওয়া লেগেছিল দেশের পুঁজিবাজারেও। তবে ধাক্কা সামলে নিজের স্বাভাবিক রূপে ফিরেছে পুঁজিবাজার।
গত সপ্তাহে পুঁজিবাজারে লেনদেন হয়েছে চার দিন। এর মধ্যে এক দিন সূচকের পতন ও তিন দিন উত্থানে অনেকটাই চাঙাভাব ধরে রাখতে সক্ষম হয়েছে পুঁজিবাজার। গত চার কর্মদিবসে বাজারে বিনিয়োগকারীদের মূলধন বেড়েছে ৫ হাজার কোটি টাকা।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আলোচিত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৫৯টির, কমেছে ১০৩টির, আর অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এর আগের সপ্তাহে লেনদেন হওয়া ৩৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছিল ২০৭টির, কমেছিল ১৫৬টির, আর অপরিবর্তিত ছিল ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
অধিকাংশ শেয়ারের দাম বাড়লেও গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৭ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৬৫ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে শরিয়াসূচক ১৮ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৫৪ দশমিক ৩১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৫৮ পয়েন্টে।
তিনটি সূচক বাড়ায় বিনিয়োগকারীদের বাজার মূলধন বেড়েছে ৫ হাজার ৬৮৬ কোটি ৫৬ লাখ ৭৬ হাজার ২৩৯ টাকা। গত সপ্তাহের প্রথম কার্যদিবস ১৩ মার্চ লেনদেন শুরুর দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৩৫ হাজার ১০৬ কোটি ৬ লাখ ৬ হাজার ৭৩১ টাকা।
সপ্তাহের শেষ কার্যদিবস ১৬ মার্চ লেনদেন শেষে বাজারে মূলধন দাঁড়ায় ৫ লাখ ৪০ হাজার ৭৯২ কোটি ৬২ লাখ ৮২ হাজার ৯৭০ টাকা। শতাংশের হিসাবে যা ১ দশমিক ৬ শতাংশ বেশি। এর মাধ্যমে টানা চার সপ্তাহ পর বাজার মূলধন বাড়ল।
গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৩ হাজার ৮৮৬ কোটি ৫৮ লাখ ৯২ হাজার ২৪২ টাকা। আগের সপ্তাহের পাঁচ কর্মদিবসে লেনদেন হয়েছিল ৩ হাজার ৯৭২ কোটি ১৪ লাখ ২০ হাজার ৬৩৪ টাকা। অর্থাৎ, সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৮৫ কোটি ৫৫ লাখ ২৮ হাজার ৩৯২ টাকা, যা শতাংশের হিসাবে ২ দশমিক ১৫ শতাংশ কমেছে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৩৪টির, কমেছে ৮৯টির, আর অপরিবর্তিত ছিল ১৭টি কোম্পানির শেয়ারের দাম।
এ বাজারের সার্বিক সূচক সিএএসপিআই ২৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৮২১ পয়েন্টে। সিএসইতে বিদায়ী সপ্তাহে লেনদেন হয়েছে ১২০ কোটি ৮৫ লাখ ৪ হাজার ৯৫০ টাকা।