নড়াইল প্রতিনিধি:
সাম্প্রতিক ধর্ষনে দ্রুত বিচার দাবী ও পুলিশের উপর শাহবাগীদের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জুম্মার নামাজ শেষে নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে নড়াইলের সর্বস্তরের ছাত্র, যুব ও জনতার আয়োজনে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে পুরাতন বাস টার্মিনাল মসজিদের সামনে এসে শেষ হয়। এসময় নাগরিক কমিটি নড়াইলের ১নং সদস্য এ্যাডঃ শরিফুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইলের সদস্য সচিব মোঃ সাফায়েত উল্লাহ, ইসলামি ছাত্র শিবির নড়াইলের সভাপতি এস এম সালাউদ্দিন, ইসলামি ছাত্র আন্দোলন নড়াইল শাখার সভাপতি মোঃ সাজ্জাদ হোসেনসহ বিভিন্ন শ্রেনিপেশার প্রতিনিধিরা অংশগ্রহন করেন।
বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় বক্তারা, সাম্প্রতিক ধর্ষনে দ্রæত বিচার দাবী ও পুলিশের উপর শাহবাগীদের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানিয়ে বক্তব্য প্রদান করেন।