জাতীয় ডেস্ক:
ময়মনসিংহের ভালুকায় ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত বাস থেকে ঝাঁপ দেয়া শামসুন্নাহার (৩৮) নামে আহত সেই নারীর মৃত্যু হয়েছে। রোববার (১৮ জুন) বেলা ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।
এর আগে শুক্রবার (১৭ জুন) রাতে গার্মেন্ট থেকে বাড়ি ফেরার পথে চলন্ত বাস থেকে ঝাঁপ দিয়ে আহত হন ওই নারী। তিনি পেশায় গার্মেন্টসকর্মী ছিলেন।
মৃত সামসুন্নাহার কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা গ্রামের বাসিন্দা। তবে তিনি চাকরি সূত্রে ভালুকার মল্লিকবাড়ি নয়নপুর এলাকায় বসবাস করতেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক কামাল হোসেন বলেন, শামছুন্নাহারের মাথার আঘাত খুব গুরুতর ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
নিহতের ছেলে মো. সজিব বলেন, প্রায় ১০ বছর ধরে তার মা গার্মেন্টে কাজ করে তাদের দুভাইকে পড়াশোনা করাচ্ছিলেন। তার মায়ের মৃত্যুর জন্য দায়ী সবার সর্বোচ্চ শাস্তি দাবি করেন তার ছেলে।