হোম জাতীয় ধর্ষণের দায়ে যাবজ্জীবন পাওয়া শিক্ষককে স্থায়ী বহিষ্কারের দাবি

জাতীয় ডেস্ক:

রাঙামাটির লংগদুতে ছাত্রী ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজা পাওয়া শিক্ষক আব্দুর রহিমকে বিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার ও সাজা বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মাঠে এই মানববন্ধন করেন আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তরা জানান, আব্দুর রহিমকে ছাত্রী ধর্ষণের দায়ে ২০২২ সালের ২৯ নভেম্বর যাবজ্জীবন সাজা দেন আলাদত। এক একর জমি লিখে দিয়ে উচ্চ আদালত হতে জামিন নেন আব্দুর রহিম। জামিন পেয়ে আবারও ২৩ জুন বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

বিদ্যালয় থেকে এই ধর্ষকের স্থায়ী বহিষ্কার ও সাজা বহাল রাখার দাবি জানান তারা।

আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র কল্যাণ প্রিয় চাকমা বলেন, ‘এই ধরনের সাজা পাওয়া শিক্ষকের কাছে বিদ্যালয়ের অভিভাবক ও স্কুলের ছাত্রীরা নিরাপদ নয়। ওই শিক্ষককে স্কুল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করার দাবি এলাকাবাসীর।’

আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র লিতু চাকমা বলে, ‘আমাদের দাবি একটাই। দাবি বাস্তবায়ন করা না হলে আজ থেকে আমরা স্কুল বর্জন কর্মসূচি ঘোষণা দেবো।’

লংগদু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিক্রম কুমার চাকমা (বলি) বলেন, স্কুল ম্যানেজিং কমিটির যোগসাজসে প্রধান শিক্ষক আব্দুর রহিম জামিন নিয়ে বিদ্যালয়ে যোগদান করেছেন। যা আইন বর্হিভূত। তাই এলাকাবাসীর দাবির কথা বিবেচনা করে অভিযুক্ত শিক্ষককে দ্রুত স্কুল থেকে স্থায়ী বহিষ্কার করা হোক।

উল্লেখ্য, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর স্কুলের হোস্টেলে এক ছাত্রীকে ধর্ষণ করেন আব্দুর রহিম। একই বছর ৫ অক্টোবর লংগদু থানায় মামলা দায়ের করে ভুক্তভোগীর পরিবার।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন