জাতীয় ডেস্ক :
ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত জনিত পোস্ট দেওয়ার অভিযোগে আবুল কাশেম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণবাড়িয়া ডিবি পুলিশ।
বুধবার (১০ নভেম্বর) ভোর রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আবুল কাশেম নাসিরনগর উপজেলা বুড়িশ্বর গ্রামের বাবুল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, আবুল কাশেম তার নিজ নামের ফেসবুক আইডি থেকে প্রায়শই অন্যধর্মের বিভিন্ন বিষয় নিয়ে ধর্মীয় উসকানিমূলক এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতজনিত বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট দিয়ে আসছিলেন। ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে গত ২৫ অক্টোবর নাসিরনগর উপজেলার বুড়িশ্বর গ্রামের ঈদগা মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভা অনুষ্ঠিত হয়। এই জনসভায় কোরআন তেলাওয়াতের পর কেন গীতা পাঠ করা হলো এ নিয়ে তার আইডি থেকে একটি আপত্রিকর পোস্ট দেন আবুল কাশেম।
পরে এ নিয়ে এলাকার হিন্দু সম্প্রদায়ের প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিষয়টি জেলা পুলিশের নজরে আসে। পরে গোপন সংবাদ ও তথ্যের ভিত্তিতে আজ ভোররাতে শহরের ভাদুঘর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আবুল কাশেম কুমিল্লা শহরে ফুটপাতে হকার হিসেবে ক্ষুদ্র ব্যবসা করতেন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান সাংবাদিকদের জানান, রাষ্ট্রীয় শৃঙ্খলা বিরোধী ও ধর্মীয় উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। তিনি ফেসবুকে এমন কর্মকাণ্ড পরিচালনা না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।