হোম রাজনীতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নতুন কোনো ব্যাপার নয়: জিএম কাদের

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নতুন কোনো ব্যাপার নয়: জিএম কাদের

কর্তৃক Editor
০ মন্তব্য 94 ভিউজ

রাজনীতি ডেস্ক:

জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য জিএম কাদের বলেছেন, দ্রব‍্যমূল‍্য লাগামহীনভাবে বেড়েই চলেছে এবং এটা যে সামনের দিকে আরও বাড়বে অনেক দিন থেকে অর্থনীতিবিদরা তা বিশ্লেষণ করে আসছেন। কাজেই এটা নতুন কোনো ব‍্যাপার নয়।

রোববার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় রংপুর মহানগরীর পৈত্রিক নিবাস স্কাইভিউতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, অর্থনৈতিক পরিস্থিতি যদি এভাবে খারাপের দিকে যেতে থাকে তাহলে এর প্রতিক্রিয়া জনজীবনে এবং রাজনীতিতে আসতে পারে, এ জন্য সরকারকে সতর্ক থাকা উচিত।

এর আগে আনোয়ারা ইসলাম রানী জিএম কাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। আধঘণ্টারও বেশি সময় ধরে তিনি জিএম কাদেরের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।

পরে জিএম কাদের রাস্তাঘাট সংস্কার ও নির্মাণের বিষয়ে উপজেলা কর্তৃপক্ষকে দিকনির্দেশনা দেন।

এ সময় তার সঙ্গে ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান এস এম ঈয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ স্থানীয় নেতারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন