ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাট জেলার ফকিরহাট সীমান্ত মোল্লাহের দ্বিগঙ্গা গ্রামে বিদ্যুতায়িত হয়ে স্বপন পোদ্দার (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মৃতের স্ত্রী গৌরী পোদ্দার ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার (০৯ মার্চ) সকাল ৭টায় স্বপন পোদ্দার কাজ করতে গেলে নিজের ধান খেতে ইঁদুর নিধনের জন্য পেতে রাখা বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। এসময় প্রতিবেশী প্রবীর পোদ্দার তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উপস্থিত কর্তব্যরত চিকিৎসক ডা. জয়তি পন্ডিত তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত স্বপন পোদ্দার মোল্লাহাট উপজেলার দ্বিগঙ্গা গ্রামের ননী গোপাল পোদ্দারের ছেলে।