হোম জাতীয় দৌড়ে হাজতখানায় ঢুকলেন ইনু

দৌড়ে হাজতখানায় ঢুকলেন ইনু

কর্তৃক Editor
০ মন্তব্য 34 ভিউজ

জাতীয় ডেস্ক:

ডিম ও জুতা নিক্ষেপের ভয়ে আদালত থেকে নেমে দৌড়ে হাজতখানায় ঢুকেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এর আগে হত্যা মামলায় তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেল ৫টা ৫৪ মিনিটে আদালত থেকে নেমে হাজতখানায় যাওয়ার সময় দৌড় দেন তিনি। বিকেল ৫টা ১০ মিনিটে সিএমএম কোর্টের নিচে তার উপর জুতা ও ডিম নিক্ষেপ করেন বিএনপিপন্থি আইনজীবীরা।

রিমান্ড মঞ্জুর শেষে নিচে নামার সময় দেখা যায়, তার সামনে পেছনে শতাধিক পুলিশ সদস্য প্রটোকল হিসেবে ছিল। ইনুর মাথায় ছিল হেলমেট। একইসঙ্গে যেসব পুলিশ সদস্য তাকে ধরে রেখেছিলেন তাদের মাথায়ও হেলমেট ছিল। আদালত ভবন থেকে নিচে নামার পর এক দৌড়ে ৫০ মিটারের মতো রাস্তা অতিক্রম করে তিনি হাজতখানায় প্রবেশ করেন।

এর আগে বিকেলে তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপ-পরিদর্শক মোরাদ খান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে তার এ রিমান্ড মঞ্জুর করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন