নিউজ ডেস্ক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই-আগস্ট গণহত্যার দায় স্বীকার করে সাক্ষ্য দিতে চেয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ট্রাইব্যুনালে তিনি বলেছেন, আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ অভিযোগ গঠনের সময় মামুন এসব কথা বলেন।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন।
এদিন প্রথমে ট্রাইব্যুনাল তিন আসামির বিরুদ্ধে মোট ৫টি অভিযোগ পড়ে শোনায়।
এরপর অভিযুক্ত মামুনের বক্তব্য জানতে চাওয়া হলে তিনি ট্রাইব্যুনালকে বলেন, আমি শুনেছি। আই ফিল গিল্টি, আমি জুলাই অপরাধের বিস্তারিত আদালতের সামনে তুলে ধরতে চাই।
এ পর্যায়ে মামুনের আইনজীবী ট্রাইব্যুনালকে বলেন, যেহেতু তিনি সাক্ষী হতে চেয়েছেন তাই তার যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হোক।
তখন ট্রাইব্যুনাল এ বিষয়ে পরে আদেশ হবে বলে জানায়।
পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর ফলে ট্রাইব্যুনালে তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো।
পাশাপাশি আগামী ৩ আগস্ট মামলার সূচনা বক্তব্য (ওপেনিং স্টেটমেন্ট) এবং ৪ আগস্ট থেকে সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।
এর আগে, গত ৭ জুলাই শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আজ দিন ধার্য করা হয়েছিল। মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আসামি। এর মধ্যে আবদুল্লাহ আল-মামুন গ্রেফতার হয়ে কারাগারে আছেন। সেদিন অভিযোগ গঠনের বিষয়ে ট্রাইব্যুনালের শুনানিতে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের অব্যাহতির আবেদন করেছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।