হোম জাতীয় দেড় মাস পানি নেই বাসাবোতে, আমলে নেয়নি ওয়াসা

জাতীয় ডেস্ক :

রাজধানীর বিভিন্ন এলাকায় পানির জন্য হাহাকার। দেড় মাস ধরে পানি নেই উত্তর বাসাবোতে। প্রায় দেড়শ’ পরিবার মানবেতর জীবনযাপন করছে। বাধ্য হয়ে ওয়াসার গাড়ি থেকে কিনতে হচ্ছে পানি। এ ছাড়াও মিরপুর, বাড্ডা, উত্তরখান এলাকায় দীর্ঘদিন ধরে পানির সংকটে দুর্ভোগে আছেন মানুষ।

এসব এলাকার অলিগলির মানুষ বছর জুড়েই পানির জন্য হাহাকার করে। ওয়াসার পানি মেলে কালেভদ্রে। তারপর শুরু হয়েছে রমজান মাস, কষ্টের যেন শেষ নেই।

উত্তর বাসাবোর সৈয়দবাগ জামে মসজিদ গলি। এখানে বসবাসকারীরা মাসের পর মাস পানিকষ্টে ভুগলেও সমস্যা সমাধানে নেই কোনো উদ্যোগ। বারবার ওয়াসাকে জানিয়েও মিলছে না সমাধান।

এক নারী বলেন, ওয়াসার লাইনের লোকজন বাসায় আসে তারপর তারা বলে আচ্ছা ঠিক আছে পানি এসে পড়বে। এভাবে অনেকদিন ধরেই চলছে।

এক বৃদ্ধ বলেন, তাদের অফিসে যাওয়ার পর তারা দেখতে আসে। তাদের সঙ্গে আলাপ করি তারা বলে হবে হবে, করছি, হচ্ছে কিন্তু আসলে আমরা কোনো ফলাফল পাচ্ছি না।

এক বৃদ্ধা নারী বলেন, ৩-৪ দিন হলো গোসল করতে পারি না। ওয়াশরুমে পানি নেই, খাওয়ার পানি নেই। পরে কিনে এনে পানি খেয়েছি।

পানি না পেলেও মাস শেষে পানির বিলে নেই ক্ষমা। দিতে হয় কড়ায়গণ্ডায়। প্রায় প্রতিদিনই ওয়াসার কাছ থেকেই গাড়িতে করে কিনে আনতে হয় পানি।

এক ব্যক্তি বলেন, রোজা আসার পর থেকে প্রতিদিন এক গাড়ি দুই গাড়ি করে পানি কেনা লাগছে। প্রতি গাড়ি যেখানে ৩০০-৪০০ টাকা করে সেখানে তারা ৫০০-৬০০ টাকা করে দাবি করে এবং নেয়।

মাঝেমধ্যে আগে যা একটু পানি আসতো, সেই পানিও দুর্গন্ধ ও নোংরা ব্যবহার অনুপোযোগী বলে অভিযোগ স্থানীয়দের।

অভিযোগ করে এক ব্যক্তি বলেন, দুর্গন্ধযুক্ত কিছু পানি ও অন্যান্য পানি মিলিয়ে মিলিয়ে তারা ব্যবহার করে। কিন্তু এখন সেটাও নেই।

এমন পরিস্থিতি শুধু বাসাবোর এলাকার নয়। খোঁজ নিয়ে জানা গেছে, মিরপুর, বাড্ডা, উত্তরখান, কাঁঠালবাগানসহ আরও বেশ কিছু এলাকায় পানির সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন সাধারণ মানুষ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন