হোম খুলনাবাগেরহাট দেড়’শ’ বছরের পুরানো মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান

দেড়’শ’ বছরের পুরানো মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান

কর্তৃক Editor
০ মন্তব্য 18 ভিউজ

নড়াইল প্রতিনিধি:
দেড়,শ বছরের পুরানো শিক্ষা প্রতিষ্ঠান মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়। ১৯৬৮ সালে মুলিয়া ইউনিয়নের কাজলা নদীর তীরে শিক্ষা প্রতিষ্ঠানটি স্থাপিত হয়। ৭ জানুয়ারি মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে পায়রা উড়িয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) আহসান মাহামুদ রাসেল,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস,জেলা ক্রীড়া অফিসার মো.কামরুজ্জামান প্রমুখ। উদ্বোধনী অণুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার সিংহ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,পুথিগত শিক্ষার পাশাপাশি পারিবারিক এবং ধর্মীয় শিক্ষাও থাকতে হবে। তাহলে সে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে। খেলাধূলা যেমন শরীর গঠনসহ মেধা বিকাশে মুখ্য ভূমিকা রাখে,তেমনি পুথিগত শিক্ষার পাশাপাশি পারিবারিক এবং ধর্মীয় শিক্ষা একজনকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে।জেলা প্রশাসক বিদ্যালয়ের মানোন্নয়নে সার্বিক সহযোগিতার প্রতিশ্রæতি দেন। ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল (বালক ও কালিকা) ছোট,মধ্যম এবং বড়দের ১০০ মিটার,২০০ মিটার,৪০০ মিটার দৌড়,লংজাম্প,হাই জাম্প,বালকদের হপ-স্টেপ এন্ড জাম্প,মেয়েদের দড়ি লাফ,বল,চাকতি,সড়কি নিক্ষেপ,যেমন খুশি তেমন সাজ ইত্যাদি। সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এলাকার কয়েক হাজার মানুষ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন