হোম খুলনাযশোর দেশ সেরা ফ্রিল্যান্সিং এওয়ার্ড পেলেন মনিরামপুরের কৃতি সন্তান প্রান্ত

দেশ সেরা ফ্রিল্যান্সিং এওয়ার্ড পেলেন মনিরামপুরের কৃতি সন্তান প্রান্ত

কর্তৃক Editor
০ মন্তব্য 36 ভিউজ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি:

বাংলাদেশের সম্পূর্ণ বিনামূল্যের অনলাইন শিক্ষামূলক প্লাটফর্ম ওয়ান ওয়ে স্কুলের উদ্যোগে আয়োজিত জাতীয় ফ্রিল্যান্সার কার্নিভাল ২.০ “ন্যাশনাল টেক এওয়ার্ড ২০২৪” এ খুলনা বিভাগীয় সেরা ফ্রিল্যান্সার এওয়ার্ড পেলেন মণিরামপুরের কৃতি সন্তান ফ্রিল্যান্সার মোঃ তাসনিমুল হাসান প্রান্ত। শুক্রবার (২০ ডিসেম্বর ) সকাল ১০টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অফ ডিপোমা ইঞ্জিনিয়ার্স ভবনে “ন্যাশনাল টেক এওয়ার্ড ২০২৪” অনুষ্টানে তাকে এ এওয়ার্ড প্রদান করা হয়। জাতীয় ফ্রিল্যান্সার কার্নিভাল ২.০ “ন্যাশনাল টেক এওয়ার্ড ২০২৪ অনুষ্ঠানে ১৫টি ক্যাটাগরিতে সারা বাংলাদেশের ৪৫ জন সফল ফ্রিল্যান্সারকে এই সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে দেশের আটটি বিভাগের সেরা ৮ ফ্রিল্যান্সার, আটজন সেরা ফ্রিল্যান্সার মেন্টর, আটজন সেরা ফ্রিল্যান্সার ইন্সিটিটিউট, একজন করে ফ্রিল্যান্সার (স্পেশালি মেনশন), উইমেন ফ্রিল্যান্সার, টেক ইউটিউবার, এডটেক উদোক্তা, এডটেক প্রতিষ্ঠান, ই-কমার্স উদ্যোক্তা, এফ-কমার্স উদ্যেক্তা, উইমেন উদ্যেক্তা, হেল্থ টেক কোম্পানি, টেক কোম্পানি, আইটি উদ্যেক্তা, টিন ফ্রিল্যান্সার, ইয়ং প্রফেশনাল, এক্সেলেন্স ইন এডুকেশন এবং কমিউনিটি লিডার ও ইউনিভার্সিটি ক্লাব। এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সিফাতুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর দিপ্ত হালদার, এক্সকিউটিভ ডিরেক্টর ফারিহা হক প্রমূখ। ফ্রিল্যান্সার তাসনিমুল হাসান প্রান্ত বলেন, নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে গেলেই কেবল সাফল্য পাওয়া সম্ভব। কারণ ফ্রিল্যান্সিং সেক্টরে শুধুমাত্র কাজের কোয়ালিটিই এনে দেবে সাফল্য। ফ্রিল্যান্সিংয়ে সফল হতে হলে পরিশ্রম আর ইচ্ছার বিকল্প নেই। ফ্রিল্যান্সিং সেক্টরে পুরুষদের পাশাপাশি নারীদের জন্য রয়েছে অপার সম্ভাবনা। এক্ষেত্রে পিছিয়ে নেই নারী ফ্রিল্যান্সাররাও। তাদের উৎসাহ এবং স্বপ্ন দেখাতে পরিবারেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন