হোম রাজনীতি দেশ ও জাতির স্বার্থে ৭ জানুয়ারি ভোট বর্জন করুন : এ্যাব

দেশ ও জাতির স্বার্থে ৭ জানুয়ারি ভোট বর্জন করুন : এ্যাব

কর্তৃক Editor
০ মন্তব্য 143 ভিউজ

রাজনীতি ডেস্ক:

দেশ ও জাতির স্বার্থে ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছে প্রকৌশলীদের সংগঠন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ। শনিবার (৬ জানুয়ারি) এ্যাবর সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু ও মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ গণমাধ্যমে এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, সবার প্রতি উদাত্ত আহ্বান- ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে গিয়ে দেশ ও মানুষের কথা ভাবুন এবং দেশটাকে সুস্থ ও সুন্দরভাবে গড়ে তোলার জন্য অগ্রণী ভূমিকা পালন করুন। আর এ প্রহসনের নির্বাচনে দেশ প্রেমিক মানুষজন ভোট বর্জন করুন ও সবাইকে ভোট বর্জনে উৎসাহিত করার মাধ্যমে প্রমাণ করে দিন জনগণই সমস্ত শক্তির উৎস এবং জনগণ চাইলে সবকিছুই করতে পারে।

এ্যাবের দপ্তর সম্পাদক প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়- অবৈধ আওয়ামী লীগ সরকার পূর্ব-পরিকল্পিতভাবে ২০১৪ ও ১৮ সালে ভোটারবিহীন ও নিশিরাতের ভোটের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। দেশের জনগণ বিশেষ করে তরুণ প্রজন্ম তাদের অধিকার আদায়ের একমাত্র হাতিয়ার ভোট দেওয়ার ব্যাপারে সম্পূর্ণ আগ্রহ হারিয়ে ফেলেছে যা বর্তমান সরকার খুব ভালোভাবে বুঝতে পারছে। তাই এই ৭ই জানুয়ারি নির্বাচনে জনগণের টাকায় পরিচালিত সরকারের পদলেহনকারী বিশেষ সুবিধাভোগী অল্প কিছু লোকজন দিয়ে প্রসাশনের পূর্ণ শক্তি ব্যবহার করে অবৈধভাবে আবারো ক্ষমতায় আসতে চায়। এজন্যই জনগণের বিরুদ্ধে গিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে বিরোধী দলগুলোকে নির্বাচনের বাইরে রেখে আনঅফিসিয়ালি বাকশাল কায়েম করা হয়েছে। সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে ভোটারদের ভয়ভীতির মাধ্যমে ভোটকেন্দ্রে আসার জন্য।

তারা বলেন, এ ডামি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সংসদ সদস্যরা কোনো না কোনোভাবে সরকার অথবা সরকার সমর্থিত হবেন। তাই জনগণের কষ্টার্জিত টাকার অপচয়ের মাধ্যমে ভোটার উপস্থিতি দেখিয়ে আবারও ক্ষমতায় থাকতে চাওয়া জনগণের সাথে সম্পূর্ণ প্রতারণা। এ অবস্থার প্রেক্ষিতে দেশপ্রেমিক সাধারণ মানুষ, প্রশাসনের নিরপেক্ষ কর্মকর্তা, পেশাজীবী, মিডিয়া ও সামরিক বাহিনী থেকে শুরু করে দেশের সর্বস্তরের মানুষদের ভোট বর্জন ও ভোটের কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছে- এ্যাব।

সংগঠনটির নেতৃদ্বয় সরকার ও সংশ্লিষ্ট সুবিধাভোগীদের উদ্দেশ্যে বলেন, এভাবে সুবিধা নিয়ে হয়তো আপনাদের অল্প কিছু লোকজন ভালো আছেন অথবা থাকবেন। কিন্তু দেখা যাবে আপনারই কোনো আপনজন অবৈধ সরকারের নির্যাতনের ভুক্তভোগী হবেই। মনে রাখতে হবে যে, এ নিশিরাতের সরকার পরিকল্পিতভাবে শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্য ও খাদ্যসহ সব জায়গায় একটি অনিশ্চিত ও ভীতিকর পরিবেশ তৈরি করছে এমনকি ত্যাগের বিনিময়ে অর্জিত দেশের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলে দিয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন