হোম খুলনাযশোর দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ–শহীদ ইকবাল হোসেন

দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ–শহীদ ইকবাল হোসেন

কর্তৃক Editor
০ মন্তব্য 22 ভিউজ
রিপন হোসেন সাজু:
উন্নত জাতি বিনির্মাণে সাংবাদকিরা অগ্রণী ভূমকিা পালন করে। দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অতি গুরুত্বর্পূণ একটি বিষয়। সাংবাদিকরা হলেন জাতির বিবেক। তাই দেশকে আরো এগিয়ে নিতে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বর্পূণ। সাংবাদিক জাতির দর্পণ, দেশ ও জাতির কল্যাণে তারা জীবন বাজি রেখে সংবাদ সংগ্রহ জাতির নিকট তুলে ধরে। আজকে দেশের গণ অভ্যুত্থানের পেছনে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রয়েছে। শনিবার দুপুরে মনিরামপুর প্রেসক্লাবের আয়োজনে দাতা সদস্যদ্বয়ের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ মো: ইকবাল হোসেন প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমানের সভাপতিত্বে তিনি আরো বলেন-তাদের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে দেশ ও জাতির দিক নির্দেশনা ও কল্যাণ সাধিত হয়। দেশের সংকটময় মুহুর্তে সঠিক তথ্য তুলে ধরে সাংবাদিকরা সাধারণ মানুষকে এক দিকে যেমন সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দেয়। অপরদিকে জাতির বিভ্রান্ত হওয়া থেকে বিরত রাখে। তিনি আগামী দিনে দেশ ও জাতির উন্নয়নে সকল সাংবাদিদের সহযোগিতা কামনা করেন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেনের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মাদ মুছা, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মিঠু, প্রেসক্লাবের প্রতিষ্ঠা সদস্য নিছার উদ্দিন খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, সহ-সভাপতি সন্তোষ স্বর, উপজেলা বিএনপির সহসভাপতি মোতালেব হোসেন, যুগ্ম সম্পাদক নাজমুল হক লিটন, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন বিশ্বাস,  সিনিয়র সাংবাদিক আব্বাস উদ্দিন, বাবুল আক্তার। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান, অধ্যক্ষ আব্দুল সাত্তার, যুগ্ম সম্পাদক শামসুজ্জামান শান্ত, বিএনপির নেতা ব্যবসায়ি আক্তার হোসেন, মাহাবুর রহমান, মোনায়েম হোসেন, জুলফিক্কার আলী ভুন্ট, ও ফারুক হোসেনসহ প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন