হোম রাজনীতি দেশ ও জনগণকে ধ্বংস করেই শেখ হাসিনা বিদায় নেবেন: রিজভী

রাজনীতি ডেস্ক:

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গোটা দেশের জনগণ, বিরোধী দলগুলোর প্রচণ্ড বিরোধিতা এবং আন্তর্জাতিক মহলের অব্যাহত আহ্বান উপেক্ষা করে সরকার একতরফা প্রহসনের নির্বাচনের নামে আত্মঘাতী খেলায় মেতে উঠেছে। শেখ হাসিনার একগুঁয়েমি দেখে অনুমিত হচ্ছে দেশ ও জনগণকে ধ্বংস করেই তিনি বিদায় নেবেন।

বুধবার (৬ ডিসেম্বর) এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এসব অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, দেশে ঘরে ঘরে ক্ষুধার জ্বালায় মরণাপন্ন মানুষ, দেশের অর্থনীতি তলানিতে ঠেকেছে–সংকটাপন্ন পরিস্থিতিতে বিরোধী মতের গলাটিপে ঢাক-ঢোল-তবলা পিটিয়ে আওয়ামী লীগের ভোট ডাকাতির উল্লাস চলছে দিকেদিকে। প্রধানমন্ত্রীর একগুঁয়েমি দেখে অনুমিত হচ্ছে দেশ ও জনগণকে ধ্বংস করেই তিনি বিদায় নেবেন।

‘কারা সংসদ সদস্য হবে, সবই প্রস্তুত’ উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, “দেশব্যাপী বিরোধীদের বাড়িঘর থেকে বিতাড়নের মচ্ছব চলছে। রাষ্ট্রের প্রায় ২ হাজার কোটি টাকা গচ্চা দিয়ে নির্বাচনের অহেতুক আয়োজন করা হচ্ছে। নির্বাচনে যারা জিতবে তারা সবাই তো প্রধানমন্ত্রীর লোক–‘অল দ্য প্রাইমমিনিস্টারস মেন!’ ‘এত নাটক, এত কাহিনি, এত হত্যা-গুম-খুন-গ্রেফতার-সহিংসতা করার দরকার কী?”

রিজভী বলেন, নির্বাচনকে কেন্দ্র করে শেখ হাসিনা হর্স ট্রেডিং শুরু করেছিলেন, কিন্তু তাতে চরমভাবে ব্যর্থ হয়েছেন। বিএনপির সাচ্চা কাউকে হালুয়া-রুটির লোভে রাজদলে হায়ার করতে পারেননি। গুটিকয় উচ্ছিষ্টকে টাকার বিনিময়ে ভাগিয়ে নিয়ে আওয়ামী লীগ এখন লোক ভাগানোর দলে পরিণত হয়েছে। যাদের কিনে ভোটে ভিড়িয়েছে তাদের দু-একজন ছাড়া কারো নাম পর্যন্ত শোনেনি দেশের মানুষ।

তিনি বলেন, শেখ হাসিনার ক্ষমতালিপ্সা মেটাতে গিয়ে দেশের আইনশৃঙ্খলা বাহিনী দেশের জন্য কলঙ্ক বয়ে এনেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সাতজন কর্মকর্তাই নয়, র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। এবার নতুন করে আমেরিকা জানিয়ে দিয়েছে, পুলিশের বিশেষ শাখা সোয়াতকে আর সহযোগিতা করা হবে না। আইনশৃঙ্খলা বাহিনীর যেসব অতি উৎসাহী কর্মকর্তা দেশের সম্মান নষ্ট করছেন, অচিরেই তাদের জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

১০ ডিসেম্বর মানবাধিকার দিবসে বিএনপি নাশকতা করতে পারে ওবায়দুল কাদেরের এমন আশঙ্কার উৎস কোথায়, তা জানতে চেয়েছেন রিজভী। তিনি বলেন, প্রায়ই এ ধরনের উদ্ভট তথ্য দেন সরকারের মন্ত্রীরা। জঙ্গি ও নাশকতার নাটক আওয়ামী লীগই বানায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন