স্পোর্টস ডেস্ক:
ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরলেন টাইগার হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। অস্ট্রেলিয়া থেকে বুধবার (৯ আগস্ট) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান টাইগার কোচ।
আফগানিস্তান সিরিজের পর খেলোয়াড় ও কোচরা ছুটিতে গিয়েছিলেন। এরপর ছুটি কাটিয়ে সবাই ফিরলেও, দেশে ফেরেননি বাংলাদেশের প্রধান কোচ হাথুরুসিংহে। আজ হাথুরুর সঙ্গে তার ছেলেও বাংলাদেশে এসেছে। সংবাদ কর্মীদের সঙ্গে দেখা না করে বিমাবন্দর ত্যাগ করেন টাইগার কোচ।
একইদিন বাংলাদেশে এসেছেন তাওহীদ হৃদয়। তিনিও সংবাদ কর্মীদের সঙ্গে কোন প্রকার আলাপ আলোচনা না করেন বিমানবন্দর ত্যাগ করেছেন। শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগ খেলতে গিয়েছিলেন হৃদয়।
জানা গেছে, রাতেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে বসবেন হাথুরুসিংহে। সেখানে টাইগার এই কোচের সঙ্গে অধিনায়ক ইস্যুতে কথা বলবেন পাপন। টাইগার ওয়ানডে অধিনায়কের ইস্যুতে ঝুলে রয়েছে এশিয়া কাপের দল ঘোষণা।
