হোম ফিচার দেশে তিন দিন পর ফের করোনায় মৃত্যু

স্বাস্থ‌্য ডেস্ক :

দেশে মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ১১৪ জনের। এর আগের টানা তিন দিন করোনায় কেউ মারা যায়নি।

শুক্রবার (১৮ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সবশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ১০৮ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৪৬৫ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ৯ হাজার ২৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১ দশমিক ১৬ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৫৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬৮ হাজার ৬২০ জন।

এর আগে মঙ্গলবার (১৫ মার্চ) করোনায় তিন মাস পর মৃত্যুশূন্য দিন ছিল। তাছাড়া বুধবার (১৬ মার্চ) এবং বৃহস্পতিবার (১৭ মার্চ) করোনায় দেশে কেউ মারা যায়নি। তারও আগে সর্বশেষ গত বছরের ৯ ডিসেম্বর দেশে করোনায় কোনো মৃত্যু ছিল না।

এছাড়া বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয় ২৩৩ জনের দেহে।

এদিকে, শুক্রবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৭৩ হাজার ১৪৯ জন। এ সময় মারা গেছেন আরও ৬ হাজার ৫ জন। এর আগে বৃহস্পতিবার (১৭ মার্চ) আক্রান্ত হয়েছিলেন ১৮ লাখ ২৩ হাজার ৭২৩ জন। এ সময় মারা গিয়েছিল ৫ হাজার ২৮৪ জন। ফলে গতকালের তুলনায় আজ আক্রান্ত ও মৃত্যু বেড়েছে।

করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যে দেখা গেছে, শুক্রবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৬ কোটি ৬৪ লাখ ৭২ হাজার ১৫৯ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৯ কোটি ৭৮ লাখ ৭৯ হাজার ৫৫ জন। এ ছাড়া মারা গেছেন ৬০ লাখ ৮৭ হাজার ৮৯৯ জন।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন