হোম জাতীয় দেশে চালের পর্যাপ্ত মজুদ রয়েছে, আমদানির প্রয়োজন পড়বে না: কৃষিমন্ত্রী

জাতীয় ডেস্ক:

কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ বলেছেন, দেশে চালের পর্যাপ্ত মজুদ রয়েছে। বিদেশ থেকে চাল আমদানি প্রয়োজন পড়বে না।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় হল রুমে আইনশৃঙ্খলা কমিটির মিটিং ও জেলা পর্যায়ের দফতর প্রধানদের সঙ্গে যৌথ মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘কেউ যদি এ চাল মজুদ করে এবং এর প্রমাণ পাওয়া যায় তাহলে কাউকে ছাড় দেয়া হবে না। জেলা প্রশাসক আইনি ব্যবস্থা নিবেন।’

চাল প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘কোনো দেশ এখন চাল রফতানি করছে না। ভারত, ভিয়েতনাম, থাইল্যান্ডসহ এ রকম অনেক দেশ এখন চাল রপ্তানি করছে না। কাজেই আমরা কার কাছ থেকে চাল আমদানি করব।’

মন্ত্রী বলেন, ‘শুধু ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদফতর বাজার নিয়ন্ত্রণ রাখতে হবে। তবেই দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ থাকবে।’

দেশে সারেরও কোনো সংকট নেই জানিয়ে তিনি বলেন, ‘কৃষক বাঁচলে, দেশ বাঁচবে। কাজেই দেশে কৃষির উন্নয়ন আরও বাড়াতে হবে। এ উন্নয়ন বাড়াতে গিয়ে কৃষির উপকরণের যা যা প্রয়োজন পড়বে, তা আমাদের জানাতে হবে। এবং সে অনুযায়ী কৃষি মন্ত্রণালয় সব ধরনের সহায়তা করবে।’

কৃষিমন্ত্রী বলেন, ‘জনগণ যদি কষ্ট পায় তাহলে আমাদের এ ভোটের মূল্যায়ন হবে না।’

জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ এবং মৌলভীবাজার-৩ আসনের এমপি শফিউল আলম চৌধুরী নাদেল ও মো. জিল্লুর রহমান।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন